ভারতে পাচারকালে ৭ নারী-পুরুষ আটক, দালাল গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/19/cv.jpg)
ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে সাত নারী ও পুরুষকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় একজন মানবপাচারকারী দালালকে।
উদ্ধারকৃতরা হচ্ছেন জামালপুর জেলার রুবেল মিয়া ও তাঁর স্ত্রী সুমি খাতুন, একই জেলার শফিকুল ইসলাম ও তাঁর মেয়ে নাসিমা খাতুন, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার দিলীপ বাড়ৈ ও তাঁর স্ত্রী সেতু বিশ্বাস এবং জয়পুরহাট জেলার আনোয়ার হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন।
গ্রেপ্তারকৃত মানবপাচারকারী কবিরুল ইসলাম সরদার সাতক্ষীরার তলুইগাছা গ্রামের বাসিন্দা।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, দালালরা তাদের নানা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছিল। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃত সবাইকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ওই বিজিবি কর্মকর্তা।