ভিজিএফের চাল চুরি, ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে গতকাল সোমবার এ মামলা করেন।
মামলায় গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউপির চেয়ারম্যান বি এম নাসিরউদ্দীন স্বপন, একই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউপির খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট এক হাজার ৫৯০ কেজি চাল আত্মসাৎ করেন।
এ ঘটনায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেছে দুদক।
ঘটনার বিবরণে বলা হয়, গত রোববার কুচাইপট্টি ইউপির বিশেষ বরাদ্দ হিসেবে মৎস্যজীবীদের ৬৯২ জনের মাঝে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু চাল বিতরণে অনিয়ম করে প্রত্যেক জনকে ৩০ থেকে ৩৫ কেজি করে চাল দেয় ওই ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন। পরে ৫৩ বস্তা চাল চুরি করে সেগুলো অন্যত্র সরিয়ে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন গিয়ে ওই চাল জব্দ করেন। পরে গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও কুচাইপট্টির ইউপি সদস্য মোফাচ্ছেলকে আটক করে পুলিশ।