ভুল সংবাদ টিভি চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে : স্পিকার
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধমের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। একটি ভুল সংবাদ টিভি চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন তিনি।
রংধনু গ্রুপের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গ্রিন টেলিভিশন চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল স্পিকার এ আহ্বান ও শুভেচ্ছা জানান। আজ শনিবার (২০ মে) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষামূলক সম্প্রচার শেষে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় স্যাটেলাইট টেলিভিশন হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচারে আসে গ্রিন টিভি।
টেলিভিশন চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘তোমার চোখে বিশ্ব দেখি—এই থিম নিয়ে আসা টেলিভিশন চ্যানেলটি ভিন্নধর্মী, বৈচিত্র্যময় অনুষ্ঠান যেমন, ধারাবাহিক নাটক, টিভিশো, গেইম শো ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নতুন কিছু উপহার দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে চ্যানেলটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। নতুন টেলিভিশন চ্যানেলটি জনকল্যাণে সংবাদ প্রচার করবে। পরিবেশ, শব্দ, নদী দূষণ ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করে, তাদের নামের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে।’
শিরীন শারমিন বলেন, ‘বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা যেন ভুল সংবাদ প্রচার না করি। এতে চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।’