ভৈরবের বিএনপি নেতার ইন্তেকাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/11/abdus-sadek.jpg)
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুস সাদেক ওরফে রঙ্গিলা মেম্বার (৭৫) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবদুস সাদেকের মৃত্যুর খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম হাসপাতালে ছুটে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আবদুস সাদেক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি বাজার সংলগ্ন বালুর মাঠে মরহুমের জানাজা শেষে বাঁশগাড়ি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুনসহ দলীয় নেতা-কর্মীরা।