ভৈরবে আখের রস খেয়ে একই পরিবারের পাঁচজন হাসপাতালে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নিউ টাউন এলাকায় আখের রস খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ঝুমা (১৪) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ওই এলাকার রহমত আলীর (৩৫) পরিবারে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন গৃহকর্তা রহমত আলী (৩৫), তাঁর স্ত্রী পুষ্প বেগম (৩০), তাঁদের মেয়ে ঝুমা (১৪), ভাতিজা সাগর (১২) ও সাদ্দাম (১০)। তাঁদের মধ্যে ঝুমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। তাঁরা নিউ টাউনে ভাড়া বাসায় থাকেন। শুক্রবার বিকেলে এমদাদুল হক নামের রহমত উল্লাহর দূরসম্পর্কের এক মামাশ্বশুর কেন্দুয়া থেকে বেড়াতে আসেন। আসার সময় তিনি আখের রস নিয়ে আসেন এবং সেই রস সবাইকে খেতে দেন। রস খাওয়ার কিছুক্ষণ পর তাঁরা সবাই বমি করতে থাকেন। এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। তবে ঘটনার পর থেকে অতিথি এমদাদুল হকের খোঁজ মিলছে না বলে জানান প্রতিবেশীরা।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানজিনা বেগম বলেন, ‘আখের রসে নেশাজাতীয় পদার্থ ছিল বলে আমরা ধারণা করছি। এর বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়।’ তিনি জানান, যে চারজনের চিকিৎসা এখানে চলছে, তারা বিপদমুক্ত।