ভোট ডাকাতিতে শরিক হতে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে : আমির খসরু
যারা ভোট ডাকাতিতে শরিক হতে চায় তারাই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার বিকেলে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দেশজুড়ে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু চৌধুরী বলেন, গণতন্ত্রের মাকে মুক্ত না করে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনে অংশ নেবে না।
প্রধান বক্তা রুহুল কবীর রিজভী বলেন, রাষ্ট্রপতি সংলাপের নামে যে পিঠা উৎসবের আয়োজন করেছেন, এই তামাশার সংলাপে বিএনপি যোগ দেবে না। হুদামার্কা কমিশন গঠনের কোনো সুযোগ দেবে না বিএনপি।
জনগণ সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষকে ভোট দেবে, তবু আওয়ামী লীগকে ভোট দেবে না উল্লেখ করে রিজভী বলেন, এই সংলাপের মধ্য দিয়ে যে কমিশন গঠন করতে চেয়েছে, তা লাথি মেরে ফেলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ভুইয়া নিরব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চেয়ে না পেয়ে সকাল থেকেই বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে জড়ো হয়। সভার অনুমতি না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবে শেষ পর্যন্ত কোনো রকম পুলিশি বাধা ছাড়াই জনসভাটি শেষ হয়।