মন্ত্রিসভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। এ তিন মাসে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের হার ৫৮ দশমিক ৪৯ শতাংশ। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৫৩টি। বাস্তবায়ন করা হয়েছে ৩১টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
সচিব বলেন, গত জানুয়ারি মাসে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১৬টি আইন জাতীয় সংসদে পাস হয়েছে। আরো পাঁচটি আইন সংসদে বিবেচনায় রয়েছে। তিনটি আইন বিভিন্ন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদনের পর ১০টি আইন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রক্রিয়াধীন আছে।
আজকের মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সচিব বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ব্যবহার নীতিমালা ২০১৯-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষরিত আয়ের ওপর দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্ত অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।