মহসিন খানের ডায়েরিতে চাওয়া-পাওয়া-হতাশার কথা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করা ব্যবসায়ী আবু মহসিন খানের বাসায় একটি দিনলিপি (ডায়েরি) পেয়েছে পুলিশ। সে দিনলিপিতে তাঁর ব্যক্তিজীবনের চাওয়া-পাওয়া ও হতাশাসহ নানা বিষয়ে লেখা রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) দেবলাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
দেবলাল বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করি। সেখানে একটি ডায়েরি পাই। ওই ডায়েরিতে তাঁর ব্যক্তিজীবনের চাওয়া-পাওয়া, হতাশাসহ নানাকিছু লেখা আছে। আমরা সেটি জব্দ করেছি। আমাদের ঊর্ধ্বতন স্যারেরা সেটি যাচাই-বাছাই করছেন। ঘটনা জানার চেষ্টা করছেন।’
দেবলাল আরও বলেন, ‘তাঁর (আবু মহসিন খান) মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা থাকলেও তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তাঁর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
আবু মহসিন খান গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানমণ্ডির নিজ বাসায় বসে তাঁর ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। সেখানে আত্মীয়-স্বজনের প্রতি ক্ষোভ জানিয়ে কালেমা পড়ে ফেসবুক লাইভে লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি।