মহিষের ট্রলারে ডাকাতির চেষ্টা, তিন ডাকাত আটক
ভোলায় মহিষের ট্রলারে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা। আজ মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদরের ভেলুমিয়া ১৫ নম্বর চর এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের মো. মানিক আকন (২৭), একই গ্রামের জাকির হোসেন (৩৫, ও একই এলাকার মো. হেমায়েত উদ্দিন (২৫)।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা তেঁতুলিয়া নদীতে অভিযান চালাই। এ সময় একটি মহিষের ট্রলারে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় একটি পাইপগান ও ধারালো অস্ত্র জব্দ করা হয়।’
কোস্টগার্ড কর্মকর্তা মাহাবুবুল আলম শাকিল আরো বলেন, ‘আটক ডাকাতরা পটুয়াখালীর ডাকাত মহসিন গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অস্ত্র ও ডাকাতির মামলার প্রস্ততি চলছে।’