মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক ৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় শিশুসহ সাতজনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
মহেশপুর বিজিবি ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে অনুমান ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসীপাড়া এলাকা থেকে খুলনা জেলার দাকোপ উপজেলার গুনারী গ্রামের মো. মুসলিম গাজী (৩৭), মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের দালাল মো. শফিকুল মণ্ডলকে (৩৭) আটক করা হয়। একই সময় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মাঠের মধ্য থেকে তিন শিশু, একজন নারীসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বাড়ি বান্দরবান জেলার দোয়াছড়ি বটতলী গ্রামে। তারা অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
অপরদিকে গতকাল রোববার বেলা ২টার দিকে সীমান্ত পিলার ৬০/১২৩-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার নয়াপাড়া গ্রামের কফিলের বাঁশঝাড়ের ভেতর থেকে বাংলাদেশি দুজনকে আটক করেছে বিজিবি। তারা হলেন ঢাকার মো. আমিন (৩৮) এবং গোপালগঞ্জ জেলার মকসুদপুর গ্রামের শ্রী ভজন বাড়ই (৩৪)। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাদের আটক করে টহলরত বিজিবির সদস্যরা। আটক করা ব্যক্তিদের সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।