মাগুরায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২
মাগুরা সদর উপজেলায় জমাজমি নিয়ে বিরোধের জেরে গোলাম নবী (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের পারপলিতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের বড় ছেলে আরিফ হোসেন অভিযোগ করেন, তাদের প্রতিবেশী হাফিজার রহমানের সঙ্গে বাড়ির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিস মীমাংসা হয়। কিন্তু অভিযুক্ত হাফিজার বিষয়টি না মেনে বাবাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল বুধবার সকালে হাফিজারের সঙ্গে একই বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় হাফিজার আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দেন। রাতে আমার বাবাকে ডেকে নিয়ে বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তার উপর তাঁকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, পারপলিতা গ্রামে প্রতিবেশীর সঙ্গে জমির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।