মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
মাগুরা সদর উপজেলায় সাফিয়া খাতুন সুমি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কুশবাড়িয়া গ্রামের ইটভাটার শ্রমিক আলামিন মোল্লার বাড়ি থেকে আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
সুমির পরিবারের দাবি, স্বামী আলামিন (২৬) ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, আলামিন ও সুমি দম্পতির দুই সন্তান রয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, আজ বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুশবাড়িয়া গ্রামের আলামিনের বাড়ি থেকে তাঁর স্ত্রী সাফিয়া খাতুন সুমির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুমির মামাতো ভাই ফিরোজ হোসেন অভিযোগ করেন, সুমিকে পরিকল্পিতভাবে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। এর আগেও একাধিকবার সুমিকে মারধর করা হয়।