মাগুরায় ট্রাকচাপায় নারী নিহত

মাগুরা-ফরিদপুর মহাসড়কের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় সবজিবোঝাই ট্রাক উল্টে স্বর্ণা বিশ্বাস (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের ঠাকুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা বিশ্বাস (২৫) মাগুরার শালিখা উপজেলার থৈপাড়া এলাকার মিল্টন মজুমদারের স্ত্রী। আহতরা হলেন একই পরিবারের সাথী বিশ্বাস (৩৫), সেতু বিশ্বাস (১২), অর্পণা বিশ্বাস (১৩)।
রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাজালাল বাবুল জানান, আজ দুপুরের দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের ঠাকুরবাড়ী এলাকায় সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একই পরিবারের চারজন ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে স্বর্ণা বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো তিনজন।
আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ী গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানান ওই ফাঁড়ি পরিদর্শক।
ফাঁড়ির পরিদর্শক শাহাজালাল বাবুল আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।