মাগুরায় হাঁস চুরি নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু
মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নুর জাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহতের ছেলে নুর আলী জানান, সদর উপজেলার কাশিনাথপুর উত্তর পাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলায় পার্শ্ববর্তী লুৎফরের রাজ হাঁস চুরি করে অনুষ্ঠান করা হয়েছিল। সন্ধ্যায় লুৎফরের স্ত্রী নুর জাহান তার হাঁস না পেয়ে প্রতিবেশী মতি মিয়ার বাড়িতে খুঁজতে গেলে সেখানে বস্তায় লুকানো অবস্থায় রক্তমাখা হাঁসের পালক দেখতে পান। তাদের হাঁস কি না জানতে চাইলে মতি মিয়ার স্ত্রী ও মেয়ে নুর জাহানকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় নুর জাহানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, কাশিনাথপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী নুরজাহানকে আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।