মাছের সঙ্গে শত্রুতা!
ঘেরমালিক রাকিব হাসান রনির সঙ্গে শত্রুতা করতে গিয়ে তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘেরমালিক রনির মাথায় হাত। তিনি হতাশ হয়ে পড়েছেন।
গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামে রাকিব হাসান রনির মাছের ঘেরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছিটিয়ে দেওয়া বিষের প্রতিক্রিয়ায় মারা যায় রুই, কাতল, মৃগেল, সিলভার কার্পসহ নানা জাতের মাছ।
ঘেরমালিক জানান, কয়েকদিন আগে তাঁর ঘের থেকে একটি পানির মোটর চুরি হয়। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন রাজনগর গ্রামের মিন্টু, মজনু ও আজহারুলকে আসামি করে। তিনি জানান, এরই জের হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ঘেরমালিক সদর থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।