মাঠে বাবার জন্য খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে আহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক বাবার জন্য মাঠে খাবার দিয়ে গিয়ে ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন এমরান মিয়া নামের এক তরুণ। আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া (১৮) ৬ নম্বর কুর্শি ইউনিয়নের জুহুরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তারা পরিবার নিয়ে মিঠাপুর গ্রামের লন্ডন প্রবাসী ফরিদ মিয়ার বাড়িতে বসবাস করেন।
স্থানীয়রা জানায়, উপজেলার আউশকান্দি পূর্ব বাজার ইউসুফ নগরের মাহবুবা কমিউনিটি সেন্টারের পাশে একটি বিদ্যুতের খুঁটি ছিল। অল্প ঝড়ো হাওয়ায় খুঁটির তার বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিদিনের মতো আজ সকালে ক্ষেতের কাজে যান গোলাপ মিয়া। এজন্য বাবার জন্য ভাত নিয়ে রওনা দেন এমরান। তিনি ওই বিদ্যুতের খুঁটির পাশে যাওয়া মাত্রই ঝুলন্ত তার শরীরে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্টে এমরানের শরীর ও মুখ ঝলসে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তার অবস্থা দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ এখনও আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আমরা এর ব্যবস্থা নিব। তবে, আমরা বিষয়টি দেখতেছি।’
এ ব্যাপারে আউশকান্দি পল্লীবিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তা সেলিম আহমদ বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক। হয়তো রাতে এই লাইনটি মাটিতে পড়ে যায়। সকালে ছেলেটির অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাইনটি মেরামত করি এবং তাকে দেখার জন্য তার বাড়ি যাই।’