মাদক নিরাময়কেন্দ্র থেকে তুরাগে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক নিরাময় কেন্দ্র থেকে পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর বাজারের স্যালোঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের যুবকের নাম নাহিদ হোসেন (২৫)। তিনি গাজীপুর সদর উপজেলার মনিপুর গ্রামের হবি উল্লাহ্ মোড়লের ছেলে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ও নাহিদের বাবা জানান, বাবার সঙ্গে মুদি দোকানের ব্যবসা করতেন নাহিদ। স্ত্রীর সঙ্গে নাহিদের বনিবনা না হওয়ায় তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়। সম্প্রতি তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। গত ১৭ এপ্রিল নাহিদকে কালিয়াকৈরের ‘নিউ প্রত্যয় মাদক নিরাময় কেন্দ্রে’ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর আগেও নাহিদকে একাধিকবার এ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিবারই সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু কিছু দিন পর আবারও অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য এ পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন। গত বুধবার সকালে ওই কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পার্শ্ববর্তী ভবনের ছাদে যান। এ সময় কেন্দ্রের লোকজন তাঁর পিছু নিলে তিনি তুরাগ নদীতে ঝাঁপ দেন। এরপর তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে খোঁজ করে তাঁর সন্ধান পায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার পর পর্যন্ত নদীতে ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়েও নাহিদের কোনো খোঁজ পায়নি। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা কালিয়াকৈর বাজারের স্যালোঘাট এলাকায় নাহিদের লাশ ভাসতে দেখে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দলনেতা শফিকুল ইসলাম জানান, সাঁতার না জানার কারণে নাহিদ নদীর পানিতে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।