মাদক মামলায় লোকমানের বিরুদ্ধে অভিযোগপত্র
মাদক আইনে করা মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মতিন এ অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন হলে বিচারক মামলাটি বিচারের জন্য জজ আদালতে বদলির নির্দেশ দেন।
গত ২৫ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই দিনই রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরীপাড়ার নিজ বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করা হয় বলে এনটিভি অনলাইনকে জানান র্যাব ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তাঁর বাসায় অভিযান চালিয়ে একাধিক বোতল মদ পাওয়া যায় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
গত ৩০ সেপ্টেম্বর প্রায় ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ত লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে চার কোটি ৩৪ লাখ টাকার ও সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।