মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর
মাদারীপুর শিবচরের পাঁচ্চরে ভাঙ্গা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় মো. কাবুল বেপারী নামে এক পথচারীর নিহত হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত কাবুল বেপারীর বাড়ি উপজেলার বন্দরখোলার শিকদারের হাটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ছুটে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পথচারী কাবুল বেপারীকে ট্রাকটি আঘাত করে। গুরুতর আহত কাবুলকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘সোমবার সকালে পাঁচ্চর বাসস্ট্যান্ডের কাছে ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় কাবুল বেপারী ট্রাকটির দ্বারা আঘাতপ্রাপ্ত হন। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’