মাদারীপুরে বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
মাদারীপুরে মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা ও শিশু সদন মিলনায়তনে করোনাকালীন লকডাউনে ১৫ ইউনিয়নের কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার এ সহায়তা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিএমএ সভাপতি ডা. আবদুল বারি, সহসভাপতি ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর কবির, সহসভাপতি আজাদ মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জালালউদ্দিন ইয়ামিন, সহসাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ প্রমুখ।
এ সময় মাদারীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল, ডাল, আলু, তেল, দুধসহ খাদ্য সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন। গত বছর করোনাভাইরাস সংক্রমন শুরু থেকে এ পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসাসামগ্রী, দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। যা একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে।