মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/05/maadaariipure_kupiyye_htyaa.jpg)
মাদারীপুর সদর উপজেলায় সাহেব আলী হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল ওই গ্রামের কাশেম মাতবরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার হওয়া আউয়াল গ্রামে ব্যবসা করতেন। শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আউয়াল একটি হত্যা মামলায় আসামি ছিলেন। তিনি কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি।
নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ‘আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।’