মানিকগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মধ্যে চেক হস্তান্তর
মানিকগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীঘোষিত প্রণোদনার আওতায় স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পল্লী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন উপস্থিত থেকে করোনাকালীন ছয়জন ক্ষতিগ্রস্ত প্রত্যেক উদ্যেক্তাদের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিআরডিবির উপপরিচালক মো. তাজ-উল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলার বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. বিপ্লব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ কর্মকর্তা ও কর্মচারীরা।