মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/05/monsur_korim.jpg)
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক মনসুর উল করিম (৭০) মারা গেছেন। আজ সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুর ২টা ৫০ মিনিটে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে মনসুর উল করিমের ছেলে মাশরু উল করিম সবুজ বলেন, ‘দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন আব্বু। আজ সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা এখনো হাসপাতালে অবস্থান করছি। আজ বাদ এশা রাজবাড়ীতে জানাজার পর বাড়িতে দাফন করা হবে।’
জানা গেছে, মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে তাঁর মা মারা যান। তিনি ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং পরে ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেছেন এই চিত্রশিল্পী। অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করে তিনি তাঁর নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন ‘বুনন আর্ট স্পেস’।
মনসুর উল করিম সত্তর দশকের শুরু থেকে দেশের চিত্রশিল্পে অবদান রেখে আসছিলেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করে।