মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবার পরিচয় মেলেনি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী নারী।(২২)। কিন্তু সেই নবজাতকের বাবার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ওই মানসিক ভারসাম্যহীন মাকে পাঁচ মাস আগে উপজেলার বদরপুর দুই নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যায়। তাঁর হাতে শাখা পরা থাকায় তাঁকে সনাতন ধর্মাবলম্বী বলে মনে করা হচ্ছে। তিনি কোনো কথা বলতে পারেন না। স্থানীয় লোকজন ওই নারীকে খাবার দিতেন। এক পর্যায়ে তাঁর ঠাঁই হয় খেয়াঘাট সংলগ্ন আব্দুল বারেক ও রুমা দম্পতির ঘরে। দু সপ্তাহ আগে তাঁর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। সেই সন্তানেরও ঠাঁই হয় আশ্রয়দাতা রুমা বেগমের কোলে। বর্তমানে সেই দম্পতিই নিজ সন্তানের মতো লালন পালন করছেন শিশু সন্তানটিকে। সেই সন্তানটির নাম রাখা হয়েছে ফাতিমা আক্তার রাইসা। সন্তান প্রসব করার পরে ওই মা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় কিছু লোকজন অসুস্থ অবস্থায় ওই মাকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাঁকে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, ‘বর্তমানে শিশুটিকে সমাজসেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রুমা বেগমের আশ্রয়ে রাখা ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’