ভারতের পতাকাবাহী দুটি ট্রলারসহ ৩১ জেলে আটক
বাংলাদেশের জলসীমায় প্রবেশের অপরাধে আটক ৩১ ভারতীয় জেলেকে পটুয়াখালী কারাগার থেকে আটক ও পরে আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
সকালে পটুয়াখালী জেলা কারাগার মুক্তি পান ৩১ জেলে। এরা সবাই কোস্টগার্ডের হেফাজতে থাকবে।
কোস্টগার্ড জানায়, গত ১৬ অক্টোবর দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। আগামী দুই-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। বিস্তারিত দেখুন ভিডিওতে।