মীরসরাইয়ে আওয়ামী লীগের নেতার ওপর হামলা
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আওয়ামী লীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ওপর হামলাসহ তাঁর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারীদের দায়ী করেছেন গিয়াস উদ্দিন।
গতকাল বুধবার রাতে উপজেলার নিজামপুরে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল আউয়াল তুহিনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে একদল সন্ত্রাসী। আজ বৃহস্পতিবার সকালে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান গিয়াস উদ্দিন। এ সময় অভিযুক্তরা তাঁর ওপরও হামলা চালায়। গাড়ি ভাঙচুর করলে প্রাণে বাঁচতে দ্রুত থানায় যান। সেখান থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম দুজন মিলে সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠনের জন্য আট লাখ টাকা লেনদেন করছিলেন বলে ফেসবুকে স্ট্যাটাস দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। সেই পোস্টটি শেয়ার করেন তুহিন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংসদের অনুসারীরা এসব হামলা চালায় বলে অভিযোগ করেন গিয়াস উদ্দিন।