মুখে ছিল মাস্ক, হাতে ছিল কাপড়
বিএনপির শত শত নেতাকর্মী ও সাংবাদিকরা অপেক্ষায় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত দেখার জন্য। ক্যামেরা হাতে গণমাধ্যমকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন তাঁর ছবি তুলতে। এই যখন অবস্থা, তখন ঘড়িতে বিকেল ৪টা ১৫ মিনিট। হঠাৎই খালেদা জিয়া হুইল চেয়ারে চেপে বের হন মাস্ক পরে।
আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক ভবনের গেটে এই দৃশ্য দেখা যায়। ওই সময় তাঁকে হাসপাতালটির কেবিন ব্লকের ছয়তলা থেকে নিচে নিয়ে আসা হয়।
ঘটনাস্থলে থেকে দেখা যায়, খালেদা জিয়া বের হওয়ার আগে বের হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অনেক নেতাকর্মী। তারা বাইরে অপেক্ষমান নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন। যদিও সে সময় কেউ কথা শুনতে চাচ্ছিলেন না। তবু অনেকেই সরে যান। এরপর খালেদা জিয়ার চিকিৎসকরা বের হওয়ার পর বের হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়া যখন বের হন তখন দেখা যায়, তিনি হুইলচেয়ারে বসে আছেন। হুইলচেয়ারটি ঠেলে নিয়ে যাচ্ছেন কয়েকজন। করোনাভাইরাসের আতঙ্কে মুখে পরা ছিল আকাশি নীল রঙের মাস্ক। হাত ছিল হলুদ রঙের কাপড় দিয়ে ঢাকা।
অনেক আগে থেকে খালেদা জিয়ার অপেক্ষায় ছিল ঢাকা-মেট্রো-ভ ১১-০৬৯২ নম্বরের একটি গাড়ি। এরপর ৪টা ২০ মিনিটে খালেদা জিয়া গাড়িতে ওঠেন। তবে ভবনের গেট থেকে গাড়িটি অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতালের প্রবেশদ্বার পর্যন্ত যেতে কমপক্ষে আরো ১৫ মিনিট সময় লাগে।