মেঘনায় বলগেট ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুবোঝাই বলগেট ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে মেঘনা নদীর দশানী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ দুটি মহনপুর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত দুই শ্রমিক হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার পশ্চিম জড়াখালী গ্রামের সালাম সিকদারের ছেলে সাজু সিকদার ও একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. মিজান।
এর আগে উপজেলার দশানী বাজার সংলগ্ন মক্কা মদিনা-৩ নামের একটি বালুবোঝাই বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বলগেটটি চাঁদপুরের মেঘনা নদীর বালুমহল এলাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশে গতকাল বিকেলে ছেড়ে যায়। সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার দশানী বাজার সংলগ্ন এলাকার মেঘনা নদীতে বলগেটটি নোঙর করে। পরে রাত ২টার দিকে হঠাৎ করে বলগেটটি নদীতে ডুবে যায়। এ সময় বলগেটে থাকা চার শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ডুবে যাওয়ার সময় দুই শ্রমিক পানিতে ঝাঁপিয়ে প্রাণ বাঁচাতে পারলেও, বাকি দুই শ্রমিক নিখোঁজ হন।
বেঁচে যাওয়া দুইজন শ্রমিক হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার পশ্চিম জড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. নাইম সিকদার ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. মহিউদ্দিন হাওলাদার।
মতলব উত্তর উপজেলার মহনপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অহিদুজ্জামান জানান, নিখোঁজদের উদ্ধারে চাঁদপুরের কোস্ট গার্ড স্টেশনের একটি ডুবুরি টিম, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়। অবশেষে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে।