মোংলায় নদীতে ভেসে আসা জীবিত হরিণ উদ্ধার

বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে উদ্ধারকৃত হরিণ। ছবি : এনটিভি
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় পশুর নদী থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে জেলেরা। আজ সোমবার দুপুরের দিকে পশুর নদীর পশ্চিম তীর থেকে হরিণটি উদ্ধার করে জেলেরা।
চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, হরিণটি পশুর নদীর পশ্চিম তীরের সুন্দরবন থেকে ভেসে পূর্ব তীরের লোকালয়ের দিকে যাচ্ছিল। এ সময় নদীতে থাকা জেলেরা হরিণটিকে উদ্ধার করে। খবর পেয়ে তিনিসহ (ওবায়দুর রহমান) বনপ্রহরীরা ঘটনাস্থলে পৌঁছালে জেলেরা হরিণটি তাদের কাছে বুঝিয়ে দেন। এরপর হরিণটিকে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুনরায় বনে ছেড়ে দেওয়া হয়।