মোংলা পৌর নির্বাচন : দুই কাউন্সিলর পদপ্রার্থীর কর্মীকে জরিমানা
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর পদপ্রার্থীর কর্মীকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৪টার দিকে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আজ বিকেলে পৌর শহরের ময়লাপোতার মোড়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. জাহাঙ্গীর হোসেনের পানির বোতল প্রতীকের প্রচারণা করছিল। এ সময় ভ্যানচালক ও তাঁর কর্মী মো. মনিরকে মারধর করে একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. বাহাদুর মিয়া ও তাঁর কর্মী মো. সাব্বির। পরে ঘটনার তদন্তে আমি এবং এসআই বিশ্বজিৎ মুখার্জী ঘটনাস্থলে যাই। সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাহাদুর মিয়ার কর্মী সাব্বিরকে তিন হাজার টাকা জরিমানা করি। পরে পোস্টার ছেঁড়ার অভিযোগে মারধরের শিকার ভ্যানচালক ও কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কর্মী মনিরকেও তিন হাজার টাকা জরিমানা করি।’
এদিকে কাউন্সিলর পদপ্রার্থী মো. বাহাদুর মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে ফেলার কারণেই ভ্যানচালককে মারধর করা হয়েছে।’