মোংলা বন্দরে ট্যাঙ্কারে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু

বাগেরহাটের মোংলা বন্দরে আসা ‘এমটি সী লিংক উৎসব’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে আজ রোববার দুপুরে আগুন লেগে এক নাবিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরেক নাবিক। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
নিহত নাবিকের নাম মো. লাল মিয়া (৫২)। দগ্ধ নাবিক মো. ইয়াছিনকে (৫০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখরউদ্দিন জানান, দুপুর সোয়া ১টার দিকে বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙর করার মুহূর্তেই তেলের ট্যাঙ্কার এমটি সী লিংক উৎসবে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা দুই নাবিক মো. ইয়াছিন ও মো. লাল মিয়া অগ্নিদগ্ধ হলে তাদের বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেওয়া হয়।
তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে দুপুর পৌনে ২টায় খুলনা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের প্রধান চিকিৎসক মো. আব্দুল হামিদ। তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর সময় মো. লাল মিয়ার মৃত্যু হয়। অপরজন মো. ইয়াছিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে।
এদিকে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সহায়তায় বন্দর কর্তৃপক্ষের ‘সুন্দরবন’ নামক একটি ট্যাগ বোট দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসও তাতে যোগ দেয়।