মোটরসাইকেল শোডাউনের দায়ে নজিপুরে নৌকার প্রার্থীকে জরিমানা
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল কবির চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি দেখভালের জন্য দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা গতকাল সোমবার বিকেলে এই জরিমানা করেন।
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের কোনো ধরনের শোডাউন করার সুযোগ না থাকলেও রেজাউল কবির চৌধুরী সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় এক হাজার মোটরসাইকেল এনে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় চত্বরে জমায়েত করেন। পরে বিশাল এই মোটরসাইকেল বহর নজিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে।
পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহিদুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সব প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রার্থী নির্বাচনের আচরণ মেনে চললেও অভিযোগ আসে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রেজাউল কবির চৌধুরী মোটরসাইকেল শোডাউন করেছেন। সংবাদ পাওয়ার পরই দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে শোডাউন দেখতে পান। এ জন্য তাৎক্ষণিকভাবে রেজাউল কবিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেওয়া হয়।