মৌলভীবাজারে চা বাগানে ছড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগানে ছড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো—চা বাগানের শ্রমিক শিব চরণ উড়াং-এর মেয়ে নিরালা উড়াং (১০) ও শ্রমিক বাবুল উড়াং-এর মেয়ে রিসিতা উড়াং (৬)। তারা দুজন মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় কালাছড়ার পানিতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। পরে ধলাই নদী-সংলগ্ন স্লুইচ গেট এলাকা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাধন বিকাশ চাকমা তাদের মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মিরতিংগা চা বাগান হাসপাতাল থেকে গতকাল রাত সাড়ে ১০টায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।