মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ভবনসহ সাতটি দোকান

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ছয়তলা ভবন এবং জ্বালানি তেলের দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার চৌমুহনী এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি ভাঙারি দোকানের প্লাস্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের জ্বালানি তেলের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক ড্রাম তেল এবং রান্নার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরে আগুন পাশের ছয়তলা ভবনসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ভবনসহ মোট সাতটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গতকাল রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।