মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের সুরক্ষাসামগ্রী বিতরণ
মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফন-কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী চারটি সংগঠনের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পৌর সভার বোর্ড রুমে এ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পৌর মেয়র মো. ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের অপর পরিচালক এস এম উমেদ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর।
সব শেষে জেলা প্রশাসক ও অন্য অতিথিরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে তুলে দেন সুরক্ষাসামগ্রী।
সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০টি পিপিই, দুই হাজার পিস মাস্ক, ৮০০ পিস হ্যান্ড গ্লাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট, ৪০টি (২৫০ মিলি) হ্যান্ড সেনিটাইজার, পুরুষ ও নারী মিলে কাফনের কাপড় ২৯ সেট।
সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন, শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, তাকরিম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, ইকরামুল মুসলিমিনের জেলা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া এবং শেইড ট্রাস্ট মৌলভীবাজারের জেলা সমন্বয়ক খিজির মোহাম্মদ জুলফিকার।
মবশ্বির-রাবেয়া ট্রাস্ট চলমান করোনা মহামারিতে করোনায় আক্রান্ত অসহায় ও গরিবদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও করছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে গরিব রোগীদের চক্ষু চিকিৎসাসেবা, গৃহ নির্মাণ, রিকশা বিতরণ, রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ, হজ প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদানসহ আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।