মৌলভীবাজারে মশার বংশ বিস্তার রোধে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন
মৌলভীবাজার পৌর এলাকায় মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আজ মঙ্গলবার দুপুর ১টায় পৌর এলাকার ১ নং ওয়ার্ডের সরকারি কর্মকর্তাদের বাসভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, নারী কাউন্সিলর জিমি আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
পৌর মেয়র বলেন, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন জলাশয় পরিষ্কার, ঝুপঝাড় ও ড্রেন পরিষ্কারকরণ ও মেশিন দিয়ে ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হলো। এটি একটি চলমান প্রক্রিয়া। ক্রমান্বয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডেই এই জীবানুনাশক স্প্রে ছিটানো হবে।