ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ আটক ১
ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ বিল্লাল হোসেন ওরফে শামীম (৩৮) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-১৪) সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর কাচারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব -১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদে খবর পেয়ে নগরীর কাচারীঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করে র্যাব। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।