ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল চলাচল ব্যাহত

ময়মনসিংহের বলাশপুরে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। ছবি : এনটিভি
ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ট্রেন পরিচালক শাহাদাৎ হোসেন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে উদ্ধার কাজ শুরু হয় আটটার দিকে।
ট্রেন লাইনচ্যুতের ঘটনায় শম্ভুগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস, ময়মনসিংহ স্টেশনে নেত্রকোণার জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। দুপুর নাগাদ লাইন স্বাভাবিক হতে পারে বলে জানয়েছেন কর্মকর্তারা।