ময়মনসিংহে ১১ ক্লিনিক সিলগালা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/31/mymen-clinic-shutdown.jpg)
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাসহ নানা অনিয়মের কারণে ময়মনসিংহে ১১টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। এই সময়ে ১৩টির মালিককে সতর্ক করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম আজ সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত শহরের চরপাড়াসহ বিভিন্ন স্থানের ২৪টি ক্লিনিক পরিদর্শন করে।
ডা. মো. নজরুল ইসলাম জানান, জেলা স্বাস্থ্য বিভাগ যেসব ক্লিনিকে অব্যবস্থাপনা পেয়েছে, তাদের ওটি বন্ধ করে দেওয়া হয়েছে। রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় সিভিল সার্জন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের কিছু সদস্য সিভিল সার্জনের সঙ্গে ছিলেন।
রাজনৈতিক এবং সব ধরনের প্রভাব থেকে মুক্ত থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং আগামীতেও হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।