ময়মনসিংহে ৮০০ ইমাম পেলেন ঈদ উপহার

ময়মনসিংহের হালুয়াঘাটে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক হাজার ৭৮৬ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮০০ ইমাম ও ৯৮৬ জন বিএনপি নেতাকর্মী রয়েছেন।
আজ সোমবার (২৪ মার্চ) উপজেলার ধারা বাজার এলাকায় ওমর ফিশারিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা সালমান ওমর রুবেলের উদ্যোগে এসব উপহার বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮০০ জামে মসজিদের নিয়োগপ্রাপ্ত ইমামদের মধ্যে সকালে ঈদসামগ্রী বিতরণ করা হয়। পরে বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৯৮৬ জন নেতাকর্মীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, আতপ চাল, নুডলস, দুধ, সাবান, মুড়ি ও তেল।
এ ছাড়া প্রতিবছরের মতো হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত ১২ হাজার সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিএনপিনেতা সালমান ওমর রুবেল বলেন, প্রতিবছরের মতো রমজান মাসে আমার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯টি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে ১২ হাজার ঈদ উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া আজ উপজেলার বিভিন্ন মসজিদের ৮০০ ইমাম ও ৯৮৬ জন দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় শহীদ জিয়াউর রহমানের মাজারের স্থপতি মাসুদুর রহমান খান, ময়মনসিংহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান মেহেদী হাসান, মহানগর বিএনপি নেতা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. দুলাল উদ্দিন দুলাল উপস্থিত ছিলেন।