যশোরে উদ্যোক্তা গ্রুপ উইনি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোর আইডিয়া সমাজকল্যাণ সংস্থার অঙ্গসংগঠন ‘বাংলাদেশ শিক্ষার্থী-উদ্যোক্তা গ্রুপ (WINI)’ তৃতীয় বছরে পা দিয়েছে। শিক্ষার্থী-উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অনলাইন প্লাটফর্মটি কাজ করছে। গ্রুপটির দ্বিতীয় বছরপূর্তি গতকাল শুক্রবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে উদযাপিত হয়। শিক্ষার্থী অথচ উদ্যোক্তা, এমন প্রায় ১০০ জন এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপটির প্রতিষ্ঠাতা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক শাহীন, যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন রহমান, উইনি গ্রুপের নির্বাহী সম্পাদক মল্লিকা আফরোজসহ গ্রুপের অ্যাডমিন-মডারেটর প্যানেল।
অনুষ্ঠানের শুরুতেই ‘এসএসসি ব্যাচ নাইনটি নাইন’-এর বন্ধু প্রয়াত সাংবাদিক সোহানা পারভীন তুলির আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। তুলি উইনি’র মাধ্যমেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উইনি ‘দেখাও তোমার প্রতিভা’ নামে ভার্চুয়াল একটি প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে মোট ৮টি ইভেন্টে প্রচুর শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।