যশোরে মাদক নিরাময়কেন্দ্রে যুবককে হত্যায় তিনজনের স্বীকারোক্তি
যশোরে মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ১৪ জনের মধ্যে তিনজন আজ সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদৎ হোসেন আসামি রিয়াদ, শাহীনুর রহমান ও রেজাউল করিম রানার জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে তিনি বাকি ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির দিন আগামী ২৭ মে নির্ধারণ করেছেন।
এর আগে আজ দুপুর দেড়টার দিকে এ মামলার ১৪ আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মনিরুজ্জামানের মাদকাসক্ত ছেলে মাহফুজুর রহমান। তাকে গত ২৬ এপ্রিল যশোরের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করায় তাঁর পরিবার। গত শনিবার দুপুরে মাহফুজুরের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে রেখে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের লোকজন পালিয়ে যায়। পুলিশের কাছ থেকে মাহফুজুরের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে যায়। তারা মাহফুজুরের মরদেহ দেখে সন্দেহ হওয়ায় যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে অভিযোগ দেয়। পরে পুলিশ ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে মাহফুজুরকে পিটিয়ে হত্যার দৃশ্য রয়েছে। মাহফুজুরের বাবা বাদী হয়ে ওই কেন্দ্রের ১৪ আসামি করে মামলা করেন। পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এর মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। বাকি ১১ জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে পুলিশ।
আদালতের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘এ মামলার আসামি রিয়াদ, শাহীনুর রহমান ও রেজাউল করিম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ১১ আসামির রিমান্ড শুনানির জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন বিচারক।’