যশোরে মুদি দোকানি খুন
যশোর শহরের খড়কী এলাকায় এরফান হোসেন (২৮) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এরফান খড়কী ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ বিকেল ৪টার দিকে এরফান খড়কী কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন-চার দুর্বৃত্ত সেখানে গিয়ে এরফানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই এরফানের মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাত করায় প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
এদিকে, এ হত্যাকাণ্ডের খবর শুনে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম হাসপাতালে যান। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওই মুহূর্তে তিনি কিছু বলতে পারেননি। তবে তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযানে আছে।