যাত্রাবাড়ীতে শ্রমিক হত্যা, আট আসামি কারাগারে
যাত্রাবাড়ীতে পরিবহণ শ্রমিক ইমরান হোসেনকে (৩৫) হত্যার দায়ে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আজ বুধবার (২৫ জানুয়ারি) এই আদেশ দেন। এবিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
জিআরও আরও বলেন, আসামিরা হলেন-মো. মুস্তাকিম, খালেদ হাসান ওরফে শুভ, মো. আরিফ হোসেন, তানজিল মিয়া, রমজান মোল্লা, রাসেল, শহীদ শেখ ও আরিফ সরদার। এদিকে বিচারক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সিটি টোলের নামে চাঁদা উত্তোলন ঘিরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে বউবাজারের কাঁচাবাজার এলাকায় খুন হন ইমরান হোসেন। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার।