যাত্রাবাড়ী থেকে হত্যাসহ চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার চান্দি রতন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি রতন ওরফে চান্দি রতন (৩৪) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিবি-ওয়ারী।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার নিউ মেঘনা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ শাখার ডিসি তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি-ওয়ারী সূত্রে জানা গেছে, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতন যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রতনের অবস্থান শনাক্ত করে ডিবি। পরে এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেপ্তার করা হয়।
রতন ওরফে চান্দি রতন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ আরও নানা অপরাধের সাথে যুক্ত। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।