যাত্রীবাহী বাস থেকে ৬০ মণ জাটকা উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/09/jatka.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬০ মণ জাটকাসহ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। এ সময় বাসের চালককে জরিমানা ও তাঁর সহকারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত ১০টার দিকে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কে রাজাপুরের বাঘড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাসের বক্সে ৩৩টি কার্টনে জাটকা ইলিশ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ অপরাধে বাসচালক সৈয়দ আলী ও তাঁর সহকারী আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির কন্ড্রাক্টর ও জাটকা ইলিশের মালিক কৌশলে পালিয়ে যান।
ইউএনও সোহাগ হাওলাদার বলেন, ‘বাসচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া চালকের সহকারীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ইলিশ রাতেই বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’