রংপুরে ছাগল খোয়ারে দেওয়ায় স্বামী-স্ত্রীকে লাঠিপেটা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/06/rongpur.jpg)
রংপুরের বদরগঞ্জে ছাগল খোয়ারে দেওয়ায় এক কৃষক ও তাঁর স্ত্রীকে প্রকাশ্যে রাস্তায় ফেলে লাঠিপেটা করেছেন আনোয়ার নামে এক প্রভাবশালী। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালপুর ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান জানান, কৃষক আব্দুল মালেকের ধান ক্ষেতের ফসল প্রতিদিন ছাগল দিয়ে খাওয়ান একই গ্রামের লোকমান হোসেন মাস্টারের ছেলে আনোয়ার হোসেন। ধান ক্ষেত ছাগলকে না খাওয়ানোর জন্য আব্দুল মালেক বারবার অনুরোধ করলেও তাঁরা শোনেননি। প্রতিদিনের মতো আজও ছাগল ফসল খেয়ে ফেললে আব্দুল মালেক ছাগলটি ধরে খোয়ারে দেন। পরে আনোয়ার হোসেন ও ছেলে শামীম বাড়ির সামনে কৃষক মালেককে দেখে গালিগালাজ করে। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মালেককে রাস্তায় ফেলে মারতে থাকে আনোয়ার হোসেন ও তার লোকজন। মালেকের চিৎকারে স্ত্রী বিলকিস বেগম স্বামীকে উদ্ধার করতে এলে তাঁকেও রাস্তায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গ্রামবাসী জানায়, কিছুদিন আগে আনোয়ার হোসেন একই গ্রামের আবেদ আলী নামের এক অটোবাইকচালককে প্রকাশ্যে হত্যার উদ্দেশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছিলেন।
আব্দুল মালেকের স্ত্রী বিলকিস বেগম বলেন, ‘ছাগল খোয়ারে দেওয়ার পর তাঁরা আমাদের ওপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাদের মারধর করে। আনোয়ার হোসেন ও তাঁর দুই ছেলে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে।’
এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।