রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষ, অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকায় আজ বুধবার সকালে বাসের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স। ছবি : এনটিভি
রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকায় আজ বুধবার সকালে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক রুবেল (৩০) এবং আরোহী বিপ্লব (২০) ও সাথি আক্তার (২৫)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকাল ৭টার দিকে ডিপজল পরিবহনের সৈয়দপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।