রংপুরে সেতুর নিচে ভাসছিল বীজ ব্যবসায়ীর মরদেহ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাহের উদ্দিন (৮০) নামের এক বীজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া বাজার-সংলগ্ন ভুটকা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানিয়েছেন, গঙ্গাচড়া বাজারে একটি বীজের দোকান ছিল মাহের উদ্দিনের। বুধবার বিকেলে তিনি বাড়ি থেকে দোকানে যান। রাত ১১টার দিকে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভুটকা ব্রিজের নিচে পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এখনও ব্যবসায়ীর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।