রাজধানীতে শীতার্তদের মধ্যে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ
রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। ঢাকা-৫ আসনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। শীতজুড়েই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
কামরুল হাসান রিপন বলেন, ‘রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। করোনায় লকডাউনের সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই শীতে সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট করছে একটু গরম কাপড়ের জন্য। তাদের জন্য কিছু করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
রাজধানীর বংশাল, নাজিরা বাজার, যাত্রাবাড়ী, কাজলারপাড়, দোলাইরপাড়, মতিঝিল, আরামবাগসহ বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কামরুল হাসান রিপন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ লকডাউন করে দেয় সরকার, তখনই ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন ‘হটলাইন’ খুলে খাদ্য সহায়তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক এ সভাপতি প্রায় ৩০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেন মানুষের মধ্যে। প্যাকেটের মধ্যে মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধক সামগ্রী।